জেলার খবর

অধ্যাপক ড. রেজাউল করিমকে জবি সাদা দলের জমকালো সম্মাননা প্রদান

জবি প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগের প্রথিতযশা অধ্যাপক ড. রেজাউল করিমকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাদা দলের পক্ষ থেকে জমকালো সম্মাননা প্রদান করা হয়েছে।

অধ্যাপক ড. রেজাউল পি এল আর এ যাওয়া উপলক্ষে ধানমন্ডির ক্যাফে রিওতে অনুষ্ঠিত শনিবার সন্ধ্যা ৭ টায় এক জমকালো সম্বর্ধনা ও পারিবারিক মিলনমেলার আয়োজন করা হয়।

সাদা দলের শতাধিক শিক্ষক তাদের পরিবারের সকল সদস্যকে নিয়ে ড করিমকে সম্মান জানাতে এ মিলনমেলায় হাজির হন।

ডিনার পূর্ব স্মৃতি স্মরণ সভায় সভাপতিত্ব করেন সাদা দলের সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন। দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড মো. রইছ উদদীনের প্রাণবন্ত পরিচালনায় স্বাগত বক্তব্য দেন আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক সাবিনা শরমীন।

সংবর্ধনা সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক মোস্তফা হাসান, অধ্যাপক নাছির উদ্দীন, অধ্যাপক আজম খান, শাহীনুজ্জামান প্রমুখ। পরিশেষে ড. করিম ও তার সহধর্মীনির হাতে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button