অভয়নগে বিএনপির নেতার বাড়িতে বোমা হামলা


বিবিএস নিউজ ডেস্ক: অভয়নগরে বিএনপির আহ্বায়কের বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার (২৫ অক্টোবর) রাত ১০টার সময় অভয়নগর থানা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় শ্রমিকদলের সহসভাপতি মতিয়ার রহমান ফারাজীর বাড়িতে দুটি হাত বোমা হামলার ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, মতিয়ার রহমান ফারাজী চিকিৎসার জন্য ঢাকায় রয়েছেন। তিনি বাড়িতে ছিলেন না। এসময় বুধবার রাতে দুর্বৃত্তরা তার বাড়ির জানালায় একটা বোমা ও দেয়ালে একটা বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে বোমা বিস্ফোরিত করে পালিয়ে যায়। পরে পুলিশ এসে বোমার সদৃশ ও আলামত জব্দ করে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, রাত ১০টার পরপরই একটি মোটরসাইকেলযোগে অজ্ঞাত পরিচয়ে তিন দুর্বৃত্ত তাদের বাড়ির ভিতরে প্রবেশ করে পরপর দুটি হাত বোমা নিক্ষেপ করে। বোমা দুটি জানালার ওপরে ও দেয়ালে লেগে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি এবিএম মাসুদ বলেন, বোমা নয় পটকা ফাটানো হয়েছে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আলামত জব্দ করা হয়েছে। এসব ব্যাপারে বিএনপির লোকদের সন্ত্রাসী ধরার দায়িত্ব নিতে হবে। অন্যথায় বাড়িতে সিসি ক্যামেরা লাগাতে হবে।