

অসহায় পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন লায়ন খান রায়হান .বাংলাদেশ ইসলামিক সুন্নাহ এসোসিয়েশনের কেন্দ্রীয় চেয়ারম্যান লায়ন খান রায়হান অসহায় দরিদ্র এতিম পথ শিশুদেরকে নিয়ে কাজ করতেছেন বিগত ৪ মাস যাবত। প্রতিদিন তাদেরকে আরবি শিক্ষা ও বাংলা শিক্ষা প্রদান করা হয়।
এবং প্রতি সপ্তাহে একদিন তাদেরকে কারিগরি শিক্ষা দেওয়া হয়.প্রত্যেকদিন তাদের মাঝে খাদ্য বিতরণ করা হয়.এই উদ্যোগটি তার নিজস্ব অর্থায়নে করা.এসব অসহায় এতিম বাচ্চাদেরকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চার নম্বর গেট সংলগ্না স্থানে শিক্ষা প্রদান করা হয়.
লায়ন খান রায়হানের মতে এই পথশিশু গুলো তাদের জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে তারা নেশা নামক মরণ অস্ত্র নিয়ে চলতেছে তাই সে তাদেরকে নেশার জায়গা থেকে বিরত রেখে সুন্দর একটি ভবিষ্যৎ দেওয়ার চিন্তা করেছে এবং তাদেরকে কারিগরি শিক্ষা প্রদান করে ভবিষ্যতে তারা যেন বাংলাদেশে সুন্দর ভাবে জীবন যাপন করতে পারে সেই লক্ষ্য নিয়ে কাজ করতেছে বাংলাদেশ ইসলামী সুন্নাহ অ্যাসোসিয়েশন
এই সংগঠনটি কোন রাজনৈতিক অথবা লাভজনক সংগঠন নয় এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানো ইসলামের সুন্দর মনোভাব দৃশ্য বিশ্বের মাঝে তুলে ধরা তাই তিনি এবার ৫০ জন অসহায় বাচ্চাকে ঈদের নতুন পোশাক উপহার দিয়েছেন আগামীতে তার পরিকল্পনা দেশব্যাপী এই কার্যক্রমটি বিস্তার লাভ করবে এবং দেশবরেণ্য ব্যক্তিদেরকে এই সামাজিক কাজে অংশগ্রহণ করার জন্য ক্ষুধার্ত আহ্বান জানাচ্ছি