খুলনা

অসহায় হাওয়া বিবির পাশে লোহাগড়ার মানবাধিকার_কমিশন

অসহায় হাওয়া বিবির পাশে লোহাগড়ার মানবাধিকার_কমিশন

মোঃরাশেদুল ইসলাম
নড়াইল জেলা প্রতিনিধিঃ

নড়াইল লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের অসহায় বৃ হাওয়া বেগম ও তার অসুস্থ স্বামী মোঃটুকু মোল্ল্যর ফিরে পেল ছেকাছ থেকে সম্মান ছেলে দ্বায়িত্ব নিলো বাবা মার ভরণপোষণের ! বাবা-মায়ের সান্নিধ্যে ফিরে আসলো ছেলে ও তার পরিবার । জয় হোক মানবতার…

গত ২৮/০৫/২৩ তারিখে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের গ্রাম পূর্ব দিঘলিয়া, হাওয়া বিবি বয়স ৫৪ বছর স্বামী অসুস্থ মোঃটুকু মোল্ল্যা, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগড়া উপজেলা শাখা বরাবর আইনগত সাহায্যর আবেদন করেন।
তিনার ছোট ছেলে মোঃটিটু মোল্ল্যা ও তার স্ত্রী রুনা বেগম প্রতারণা ও ভুলবুঝিয়ে তার বসত ভিটা জমি পনের ১৫ শতাংশ ছোট ছেলে টিটু লিখে নেন। এই জমি ছাড়া এখন আর তাদের অন্য কোন জমি নেই। এখন বর্তমান তাদের হাওয়া বিবি ও তার অসুস্থ বিছানায় সজ্জা স্বামী মোঃটুকু মোল্ল্যার ভরণপোষণের দায়িত্ব সে আর নিবে না ও তাদের সাথে খারাপ ব্যাবহার গালাগালি, বাড়িথেকে বের করে দিবে। হাওয়া বিবি বিভিন্ন জায়গায় সাহায্য চেয়ে পায়নি।
অভিযোগ এর ভিত্তিতে আজ ২৯/০৫/২৩ তারিখ হাওয়া বিবির বসত বাড়ি সালিসি ও সমাধান করতে যান।

বাংলাদেশ মানবাধিকার কমিশন নড়াইল জেলার লোহাগড়া উপজেলা শাখা কমিটির সভাপতি মানবাতাবাদী মোঃরাশেদুল ইসলাম এর নেতৃত্বে নির্বাহী সভাপতি মোঃ আসলাম শেখ, সাধারণ সম্পাদক আল—ইমরান, যুগ্ন- সাধারণ সম্পাদক সুরাইয়া ইসলাম নির্বাহী সদস্য মুশফিকুর রহমান,
বাংলাদেশ মানবাধিকার কমিশন—BHRC লোহগড়া পৌরসভার সভাপতি মানবতাবাদী এমএম মুনতাসির মাহমুদ, নির্বাহী সভাপতি মোঃ এমদাদ শেখ, মোঃ উজ্জ্বল মোল্যা এবং সাধারণ সম্পাদক মোঃ হায়াতুজ্জামান—
বিশেষ ভাবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ মানবাধিকার কমিশন BHRC লোহাগড়া উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা,লোহাগড়া উপজেলার সুযোগ্য মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি,
বাংলাদেশ মানবাধিকার কমিশন BHRC নড়াইল জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মোঃওবাইদুর রহমান, সভাপতি লোহাগড়া উপজেলা প্রেস ক্লাব। এলাকার প্রতিবেশি ও হাওয়া বিবি তিনার ছেলে টিটু মোল্ল্যা ও তার স্ত্রী রুনা বেগম এর সাথে কয়েক দফা আলোচনা করে তারা মুচলেকা দিছে তারা আর তাদের বাবা,মায়ের সাথে খারপ ব্যবহার করবে না,ও বাবা মায়ের মাসিক বাজা ও ভরণপোষণ দিবে এবং একত্রে মিলে মিশে থাকবে।
। এসময় উপস্থিত ছিলেন তাদের প্রতিবেশি ও নিকট আত্তিয় এলাকার গণমাধ্যম ব্যক্তি উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button