আইডিয়াল অভিমুখে ঢাকা কলেজের শিক্ষার্থীরা: ছত্রভঙ্গ করলো পুলিশ
ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, রবিবার (৫ মার্চ) দুপুরে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেছেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।


ঢাকা কলেজ প্রতিনিধি: আইডিয়াল অভিমুখে ঢাকা কলেজের শিক্ষার্থীরা: ছত্রভঙ্গ করলো পুলিশ সহপাঠীকে মারধরের অভিযোগ এনে লাঠি-শোটা নিয়ে আইডিয়াল কলেজের অভিমুখে রওনা দিয়েছিল ঢাকা কলেজের শিক্ষার্থীরা। গ্রিন রোডের মুখে আসলে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ায় শেল নিক্ষেপ করে পুলিশ।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, রবিবার (৫ মার্চ) দুপুরে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেছেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
এদিকে পুলিশি বাধার মুখে পড়লে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেলও নিক্ষেপ করে। পরে পুলিশ তাদের লাঠিপেটা করে সেখান থেকে তাড়িয়ে দেয়।
এদিকে সায়েন্স ল্যাবরটরি মোড়ে একটি ভবনে সকাল ১১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেকারণে ওই এলাকায় এমনিতেই বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এলাকাটি তীব্র যানজট নিয়ন্ত্রণেও কাজ করছেন তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ সদস্যরা সাইন্সল্যাব মোড়েই অবস্থান করছে।