জাতীয়

আওয়ামী লীগের উন্নয়ন দেখলে বিএনপির চোখ জ্বলে-ড. আবদুস সোবাহান গোলাপ

আওয়ামী লীগের উন্নয়ন দেখলে বিএনপির চোখ জ্বলে-ড. আবদুস সোবাহান গোলাপ

রাকিব হাসান, প্রতিনিধিঃ

মাদারীপুর-৩ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবাহান গোলাপ বলেছেন,আওয়ামী লীগের উন্নয়ন দেখলে বিএনপির চোখ জ্বলে।কারন তারা ভোগ করতে করতে চায় ত্যাগ করতে না।আওয়ামী সাধারণ জনগণের জন্য ত্যাগ করে।

বিএনপি কি বললো না বললো এটা আমাদের কিছু আসে যায় না।বিএনপি আওয়ামী লীগের কোন উন্নয়ন ভালো চোখে দেখে না। তারা চায় শুধু আওয়ামী লীগের ধ্বংস।আর আওয়ামী লীগ চায় শুধু উন্নয়ন।

শুক্রবার(২৬ মে) সকালে কালকিনি উপজেলা সদর হতে মোল্লার হাট জিসি ভায়া সাহেবরামপুর ইউপি অফিস সড়কের পিএসসি গার্ডার ব্রিজ ও ঠ্যাংগামারা পাটাবালী হতে পাঙ্গাশিয়া সড়কের ভিত্তিপ্রস্ত্রর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বলে আজ বাংলাদেশের নারীরা পিছিয়ে নেই।তারা আজ সমাজে প্রতিষ্ঠিত। অফিস আদালত থেকে শুরু করে সবখানে স্বাধীনভাবে কাজ করে চলছে। জননেত্রী শেখ হাসিনা আপনাদেরকে নিয়ে সবসময় কাজ করে চলছে।তার এই কাজকে ধরে রাখতে হলে নৌকা মার্কায় ভোট দিতে হবে।তাহলে উন্নয়নের অগ্রযাত্রা চলমান থাকবে।

আরো বলেন,বাংলাদেশের উন্নয়ন দেখতে হলে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে জয়যুক্ত করতে হবে। শেখ হাসিনা আছে বলে দেশের লোক ভালো আছে।শেখ হাসিনা ভালো থাকলে দেশের লোক ভালো থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দিলে ১০০% উন্নয়ন হবে ইনশাআল্লাহ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌর মেয়র এস.এম হানিফ, মাদারীপুর জেলা এল জি ই ডির নির্বাহী পোকৌশলী আসরাফ আলী খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার,কালকিনি থানা অফিসার ইনচার্জ শামিম হোসেন কালকিনি ২ নং ওয়ার্ড কাউন্সিলর অলিল হাওলাদার,পৌর তাতীলীগের সভাপতি মোঃ জামাল হোসেন চৌকিদার,১নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাহিমা জামালসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃনৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button