মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি ঃ
১৯৭১ সালে ৮ ডিসেম্বর মাদারীপুরের কালকিনি উপজেলা হানাদার মুক্ত করা হয়। পাকিস্তানি বাহিনীর আক্রমণকে প্রতিহত করে তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্থানীয় মুক্তিযোদ্ধারা। তাই প্রতি বছরের ন্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করে স্থানীয় মুক্তিযোদ্ধারা।
আজ রবিবার সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।https://bbsnews24.com
সকালে র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের সামনে এসে শেষ করে। পরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারীর সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক কমান্ডার আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা মজিবুর রহমানসহ স্থানীয় মুক্তিযোদ্ধা বৃন্দ।