আজ থেকে ঢাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


বিবিএস নিউজ ডেস্ক: বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধ ও বিভিন্ন এলাকায় গার্মেন্টস শ্রমিকদের চলমান বিক্ষোভকে কেন্দ্র করে ঢাকা ও আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
রোববার বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।,
তিনি বলেন, আজকের আবরোধে ঢাকা ও আশপাশের জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও নিরাপত্তার জোরদারে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন, স্ট্যান্ডবাই রয়েছে আরও ১০ প্লাটুন।’
এদিকে, ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে এরই মধ্যে রাজধানীসহ সারাদেশে ১২ জায়গায় আগুন লাগানো হয়েছে। তার মধ্যে ৯টি বাস, একটি রাজনৈতিক দলের কার্যালয়ও পুড়িয়ে দেয়া হয়েছে।
শার্শায় ৮ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক
গত সপ্তাহের তিন দিনের অবরোধ চলাকালে সারাদেশে অন্তত ৮৫টি গাড়িতে আগুন দেওয়া হয়। মারা যান তিনজন। এবারের অবরোধেও নাশকতার আশঙ্কা করা হচ্ছে। তাই আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন করা হয়েছে।