রংপুর

আত্রাইয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ 

কামাল উদ্দিন টগর নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কাযর্ক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৮ নভেম্বর)সকালে উপজেলা পরিষদের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দুই হাজার তেইশ-চব্বিশ মৌসুমে রোপা আমন ও গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪ হাজার ৪শ ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়।

এদিনে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ অভিজিৎ কুমার কুন্ডুর সঞ্চলনায় ও উপজেলা নির্বাহী অফিসার সন্জিতা বিশ্বাস এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ- ছয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক। বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেনউপজেলা কৃষি অফিসার কৃষিবিদ (বিসিএস) তাপস কুমার রায়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত,সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী,আত্রাই থানা অফিসার ইনচার্জ মোঃ তারেক সরকার প্রমূখ।

উপজেলার আট ইউনিয়নে সরিষা বীজ এক হাজার ছয় শত আশিজন কে এক কেজি, ডিএপি দশ কেজি এমও পি দশ কেজি, গম দুইশত পঞ্চাশ জনকে বিশ কেজি বীজ,ডিএপি দশ কেজি এমওপি দশ কেজি, ভূট্টা এক নয় শত ষাইট জনকে দুই কেজি বীজ ডিএপি বিশকেজিিএমওপি দশ কেজি, চিনা বাদাম চল্লিশ জনকে দশ কেজি বীজ,ডিএপি দশ কেজি এমওপি পাঁচ কেজি, পেঁযাজ বীজ ষাইটি জনকে এককেজি, ডিএপি বিশ কেজিিএমওপি দশ কেজি,খেসারী বীজ দুই শত জনকে আট কেজি,ডিএপি দশ কেজি এমওপি পাঁচ কেজি, মসুরডাল বীজ একশত ত্রিশ জনকে পাঁচ কেজি,ডিএপি দশ কেজি এমওপি পাঁচ কেজি,সূযমুখী পঞ্চাশ জনকে এক কেজি বীজ ডিএপি দশ কেজি এমওপি দশ কেজি,মুগডাল পঞ্চাশ জনকে পাঁচ কেজি বীজ ডিএপি দশ কেজি এমওপি পাঁচ কেজিপ্রতি জন কৃষক পাচ্ছেন বিনা মূ্ল্যে এই কৃষি প্রণোদনা পাওয়ার মাধ্যমে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকরা ইরি-বোরো ধান চাষের পর জমি ফেলে না রেখে পেঁয়াজ ও আমন ধান চাষে গৃহিত সরকারের লক্ষমাত্রা শতভাগ অজিত হবে বলে মনে করছে উপজেলার কৃষি বিভাগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button