আদিবাসীদের মাদককে না বলতে হবে পোরশায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি


রাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
আদিবাসীদের মাদক সেবন থেকে বিরত থাকতে হবে। “মাদক ছেড়ে চলো খেলি মাদক মুক্ত সমাজ গড়ি” এই শ্লোগানকে বাস্তবে রুপ দিতে হবে। মাদক কোনভাবেই কাম্য নয়। সরকার আদিবাসীদের বিভিন্ন উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। সরকার আদিবাসী ছেলে মেয়েদের পড়ালেখায় সহায়তা করছেন। আগামীতে আরো সহায়তা দেয়া হবে। সকলকে বর্তমান সরকারের সাথে কাজ করতে হবে। তাহলে শুধু আদিবাসী নয় দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। মন্ত্রী আরো বলেন, দেশের খেলা ধুলায় বর্তমান সরকার ব্যাপক উন্নতি করেছেন এবং ভবিষ্যতেও করবেন। শুক্রবার বিকালে নওগাঁর পোরশা উপজেলার মশিদপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে আদিবাসী সামাজিক উন্নয়ন সংগঠন এর আয়োজনে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলি বলেন, খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। এতে সভাপতিত্ব করেন আদিবাসী সামাজিক উন্নয়ন সংগঠন এর সভাপতি বাবলু উরাও। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ইউএনও (ভারপ্রাপ্ত) মোহা: জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সম্পপাদক মোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ও তেতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল হক শাহ্ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক তাজামুল হক শাহ্, মশিদপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহারুল হক শাহ্ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আদিবসী সদস্যগণ উপস্থিত ছিলেন।