আনছার উল্লাহ, জাহেদ আলম অপর এক রোহিঙ্গা সঙ্গী নিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক


নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার টেকনাফ সড়কের মরিচ্যা বিজিবি চেকপোষ্টে ৪ হাজার ইয়াবাসহ তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি।
গ্রেফতার কৃত আসামীরা হল, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আদর্শগ্রাম এলাকার জাকির আহাম্মদের পুত্র আনছার উল্লাহ(৩০), উখিয়ার কুতুপালং ক্যাম্প :২ ব্লক ডি/৪ হেড মাঝি জাকির ও সাইড মাঝি নুর মোহাম্মদ এর আওতাধীন মৃত কালা মিয়ার পুত্র সাব্বির আহাম্মদ(৫০), উখিয়ার পালংখালী ইউনিয়ন বালুখালী নলবুনিয়া এলাকার মৃত ফরিদ আলমের পুত্র জাহেদ আলম(৫০)।
মামলা সুত্রে জানাযায়, ২৫ অক্টোবর মরিচ্যা চেক পোষ্টে একটি বাস তল্লাসীর সময় তাদের কথা বার্তা ও গতিবিদি সন্দেহ হলে আসামীদের দেহ তল্লাসী করে অভিনব কায়দার লোকায়িত ইয়াবা বহনের কথা স্বিকার করলে তাদের ৩ জনের হেফাজতে থাকা সর্ব মোট ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার পূর্বক তাদেরকে আটক করতে সক্ষম হয় বিজিবি।
স্থানীয় সুত্রে আরো জানাযায়, ইয়াবাসহ আটককৃত আনছার উল্লাহ দীর্ঘ দিন থেকে রোহিঙ্গাদের মাধ্যমে সিন্ডিকেট করে ইয়াবা কারবার চালিয়ে যাচ্ছে গোপনে। এত দিন অধরা থাকলেও অবশেষে ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করেছে বিজিবি।
গ্রেফতার কৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় রামু থানায় মামলা রুজু করে আসামীদের আদালতে প্রেরণ করা হয় বলে জানাযায়।