

হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় “দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” প্রতিপাদ্যের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে রোয়াংছড়ি উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষবৃন্দ । উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র উদ্যোগে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খোরশেদ আলম চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইচিংপ্রু মারমা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাব্বিবুন নেচ্ছা।

এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক উথোয়াই মারমা, রোয়াংছড়ি থানা উপ-পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম, রোয়াংছড়ি প্রেস ক্লাবের নিবার্হী সদস্য হ্লাছোহ্রী মারমা, দুর্নীতি দমন কমিটি’র, সহ-সভাপতি অংচউ মারমা, বিভিন্ন পেশাজীবি নারীসহ প্রমুখ ।