আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন সিটিটিসির তিন কর্মকর্তা
বোম বিশেষজ্ঞ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) কর্মকর্তা রহমত উল্লাহ চৌধুরী।


বিবিএস নিউজ ডেস্ক: তিনি সংস্থাটির বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধানের দায়িত্বে রয়েছেন। তার টিমের পরিদর্শক এটিএম রাইসুল ইসলাম ও উপপরিদর্শক মো. রফিক উদ্দিনও একই স্বীকৃতি পেয়েছেন।
সম্প্রতি আন্তর্জাতিক প্লাটফর্ম ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনে অব বোম্ব ট্যাকনিশিয়ান অ্যান্ড ইনভেস্টিগেটরস (আইএবিটিআই) এই স্বীকৃতি দিয়েছে।
সিটিটিসি কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে প্রথমবারের মতো পুলিশের এই তিন কর্মকর্তা আইএবিটিআই থেকে বোম্ব বিশেষজ্ঞের স্বীকৃতি পেলেন। এই কর্মকর্তারা ২০১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বোম্ব ডিসপোজাল ও ইনভেস্টিগেশনের উপর উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত।
কর্মকর্তারা আরও বলছেন, বোমা বা বিস্ফোরক নিষ্ক্রিয় এবং এ সংক্রান্ত ঘটনার তদন্তে বাংলাদেশ পুলিশের একমাত্র ইউনিট সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট। এই টিম ঢাকায় হলি আর্টিজান বেকারি, অপারেশন হিট ব্যাক, অপারেশন থান্ডার বোল্ট, অপারেশন ম্যাক্সিমাস, অপারেশন স্ট্রম-২৬সহ দেশের বিভিন্ন জঙ্গি আস্তানায় অপারেশন চালিয়ে বিস্ফোরক নিষ্ক্রিয় করা এবং বিস্ফোরণের ঘটনার তদন্তে সফলতা দেখিয়েছেন। এ ছাড়া ইউনিটটি পহেলা বৈশাখ, শহীদ দিবসসহ দেশের গুরুত্বপূর্ণ জাতীয় দিবস ও ইভেন্টে বিস্ফোরণ প্রতিরোধে দায়িত্ব পালন করে আসছে। এজন্য তাদের রোবটসহ অত্যাধুনিক সরঞ্জামও রয়েছে।
রহমত উল্লাহ চৌধুরী বলেন, আইএবিটিআই সদস্য পদ পেতে প্রার্থীকে প্রথমে আবেদন করতে হয়েছে। কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে যাচাই-বাছাই শেষে তাদের প্লাটফর্মে অন্তর্ভুক্তির অনুমতি দেয়। এক্ষেত্রে প্রশিক্ষণ, ডেডিকেশন এবং অভিজ্ঞতাকে মূল্যায়ন করা হয়।
তিনি বলেন, আইএবিটিআই বিশ্বব্যাপী আধুনিক প্রযুক্তি সম্বলিত প্রশিক্ষণ ও প্রতিবছর বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারের ব্যবস্থা করে থাকে। বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃতি পাওয়ায় এখন থেকে তারা বিদেশের মাটিতে বিশেষজ্ঞ হিসেবে দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন। বিশ্বব্যাপী বোমা ও আইইডি বিষয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যদের আপডেট থাকার সুযোগ করে দিলো এই আন্তর্জাতিক প্ল্যাটফর্ম।