

পাখিটারো যে ইচ্ছে করে
আকাশ পাড়ে উড়াল দিবে,
সব বাধাকে পাড় করে সে
সমানতালে এগিয়ে যাবে।
সে বলে আমিও পারি
কিন্তু সে যে নারী,
আজও সমাজের ভেদাভেদে
পিছিয়ে রয়েছে কিছু নারী।
নারী জাতি আজ শিক্ষিত!
তবু আজও বন্দী একদল নারী।
তারাও যে আজ উচ্চস্বরে বলতে চাই
আমরাও নারী, আমরাও যে পারি।
লেখক: প্রিতময় সেন, লেখক, খাগড়াছড়ি।