দেশজুড়ে

আমির খসরুর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

বিবিএস নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির ফরেন অ্যাফেয়ার্স কমিটির টিম লিডার আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে এক ঘণ্টার বৈঠক করেছেন জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটার।
রবিবার (১১ ডিসেম্বর) বিকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে জার্মান ফরেন মিনিস্ট্রির একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এ বিষয়ে আমির খসরু কিছু বলতে চাননি।
সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জার্মান ফরেন মিনিস্ট্রি থেকে এক ভদ্রলোক এসেছেন, তাকে নিয়ে জার্মান অ্য্যাম্বাসেডর আমাদের এখানে এসেছেন আলাপ করতে। আমাদের আলোচনা হয়েছে।’
তিনি বলেন, ‘এ সব দ্বিপাক্ষীয় একান্ত বৈঠকের আলোচনাগুলো নিজেদের মধ্যে রাখাই ভালো। এগুলো নিয়ে বাইরে আলোচনা করার খুব একটা সুযোগ থাকে না। এই বৈঠকগুলো একান্ত বৈঠক, দ্বি-পাক্ষিক বৈঠক, এগুলো নিজেদের মধ্যে রাখার চেষ্টা করি। এটাই ভালো— এটাই প্র্যাকটিস আর কী। এতটুকুই বলি, এর বাইরে আর বলার সুযোগ নেই।’
‘জয়-পরাজয় মানুষের সিদ্ধান্তে হয়’
নয়াপল্টনে সমাবেশ করতে না পারায় বিএনপির পরাজয় হয়েছে— আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জয়-পরাজয় এটা তো বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত। এটা কোনও রাজনৈতিক দলের বলার সুযোগ নেই। বাংলাদেশের মানুষ যখন ভোট দেওয়ার জন্য সুযোগ পাবে, তখন মানুষের হাতেই থাকবে জয়-পরাজয়।’
আওয়ামী লীগকে উদ্দেশ করে আমির খসরু বলেন, ‘যারা বোঝে না তাদের জন্য বলছি— কূটনীতিকদের দায়িত্ব হচ্ছে— এদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রত্যেকটি বিষয়ে তাদের হেডকোয়ার্টারে রিপোর্ট করতে হয়। এটা তাদের দায়িত্ব। এ দায়িত্ব পালন নতুন কিছু নয়, এটা পূর্ব থেকে হয়ে আসছে। আজকেও যা হয়েছে, এটা তার অর্থ হিসেবেই হয়েছে।’
বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদস্য বিএনপি আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button