খুলনা
আশাশুনিতে ওসি মমিনুল ইসলামের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন


বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আশাশুনির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম)। শনিবার ষষ্ঠী পূজার পঞ্চম দিন সন্ধ্যায় তিনি উপজেলার আশাশুনি সদর, বুধহাটা ও শ্রীউলা ইউনিয়নের আংশিক পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শন কাল তিনি প্রত্যেক পূজা মন্ডপ কমিটির সবাইকে বলেন কোথাও কোন আইন-শৃঙ্খলা অবনতি ঘটলে আপনারা আমাকে জানাবেন আমি সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা গ্রহণ করব। আপনারা কেউ আতঙ্কিত হবেন না। তিনি কর্মরত আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্য বলেন আপনারা সবাই প্রত্যেক পূজা মন্ডপকে ঝুঁকিপূর্ণভাবে দেখবেন। যেন কোথাও কোন দুর্ঘটনা না ঘটে। এ সময় ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সহ থানার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।