আইন-আদালত

আশাশুনিতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ৫৬ টি মোটরসাইকেল জব্দ

ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ৫৬ টি মোটরসাইকেল জব্দ

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৬ টি মোটরসাইকেল জব্দসহ ১৫ টি মামলা দায়ের করেছে। সোমবার দিনভর এ অভিযান পরিচালনা করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কাজী মনিরুজ্জামান এর নির্দেশনায় টি আই হিলাল, সার্জেন্ট কনক, সার্জেন্ট মিল্টন ও এ টি এম আই আলফাজ এ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে আশাশুনি থানা এলাকায় ফিটনেসবিহীন ২৭ টি মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে এবং বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রে ২৯ টা মোটরসাইকেল জব্দ করে রাখা হয়েছে। এছাড়া হেলমেট, ড্রাইভিং ও বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে ১৫ জনকে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সার্জেন্ট কনক। এসময় তিনি সাংবাদিকদের বলেন, জননিরাপত্তা ও সড়কে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করছে। তবে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button