

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো:
আশাশুনিতে পুলিশের অভিযানে দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাতে থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী’র নেতৃত্বে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে এএসআই মোঃ মারুফ কবির সঙ্গীয় ফোর্সের সহায়তায় টেকাকাশিপুর গ্রামের মৃত ছাত্তার সানার ছেলে মোঃ সুমন সানা(২৮)কে ১০০ গ্রাম গাঁজা সহ বলাবুনিয়া এলাকা থেকে হাতেনাতে গ্রেফতার করেন।
এসংক্রান্তে থানায় নিয়মিত ০৬(১০)২৩ নং মামলা রুজু করা হয়েছে। অপরদিকে এসআই মোঃ মুহিতুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় নিয়মিত ২(১০)২২ নং মামলার সন্দিগ্ধ আসামী কুল্যা গ্রামের আঃ আজিজ সাজীর ছেলে সাইফুল সাজী (২২)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।