খুলনা

আশাশুনিতে প্রেসক্লাবের নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

প্রেসক্লাবের নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো:
আশাশুনিতে প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন’২৩-এ মনোনয়নপত্র ক্রয় ও জমাদানের শেষ দিনে ৩ টি পদের বিপরীতে ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গত ২৩ সেপ্টেম্বর থেকে ৩ দিন ব্যাপী মনোনয়নপত্র ক্রয় ও জমাদানের শেষ দিনে ২৫ সেপ্টম্বর (সোমবার) সভাপতি পদে ৩ জন বর্তমান সভাপতি এস, এম আহসান হাবিব, সাবেক সভাপতি জি, এম আল ফারুক ও সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, সাধারণ সম্পাদক পদে ২ জন বর্তমান সাধারণ সম্পাদক এস,কে হাসান ও যুগ্ম-সম্পাদক শরিফুজ্জান মুকুল শিকারি এবং সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন বর্তমান সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, কোষাধ্যক্ষ এম এম নূর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ আশিকুর রহমান ও সাবেক প্রচার সম্পাদক বাহাবুল হাসনাইন জমা দিয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এস, এম হাসানুজ্জামান এবং পোলিং অফিসার ও একই অফিসের হিসাব রক্ষক তুষার কান্তি রায় মনোনয়নপত্র বিতরণ ও জমা নেন।

উল্লখ্য, আগামী ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ অক্টোবর সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button