আশাশুনিতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত
শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত


আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর আশাশুনির ৩ হাজার ৬শ’ ৭৯ জন এসএসসি ও সমমানের পরীক্ষার্থীর ৮ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এবং কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরিক্ষা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে পৃথক পৃথক পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান ও থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম)। রোববার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি সরকারি কলেজ (ভেনু), বুধহাটা বিবিএম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা (ভেনু), দরগাহপুর এসকে আরএইচ কলেজিয়েট স্কুল, দরগাহপুর সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা (ভেনু), বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল, বড়দল মাধ্যমিক বালিকা বিদ্যালয় (ভেনু) পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এবারও সংশোধিত ও পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে হবে পরীক্ষা। তিনি আরো বলেন, প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ পরীক্ষা উপলক্ষে ২৬ এপ্রিল থেকে আগামী ২৩ মে পর্যন্ত উপজেলার সব কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে। এসএসসি এবং এসএসসি ও দাখিলের (ভোকেশনাল) লিখিত পরীক্ষা শেষ হবে ২৩ মে এবং দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে ২৫ মে। পৃথক পৃথক পরিদর্শন শেষে বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলে উপস্থিত ছিলেন বড়দল কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল বাবলুর রহমান, বড়দল ইউপি চেয়ারম্যান জগদিশ চন্দ্র সানা, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, পিআইও মোঃ সোহাগ খান, উপজেলা সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাহ, এসআই আবু হানিফ, গাজী নুর নবী সহ স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, হল সুপার ও কেন্দ্র সচিবগণ প্রমুখ।