খুলনা

আশাশুনির পাউবোর ঝুঁকিপূর্ণ বেড়ী বাঁধ পরিদর্শনে এক্সেন ও ইউএনও

পাউবোর ঝুঁকিপূর্ণ বেড়ী বাঁধ পরিদর্শনে এক্সেন ও ইউএনও

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধে ভয়াবহ ফাটল ও ধ্বস লাগা স্থান পরিদর্শন করেছেন পাউাবা’র নির্বাহী প্রকৌশলী ও আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার।

বৃহস্পতিবার সকালে বাঁধ পরিদর্শন ও বাঁধ রক্ষায় তাৎক্ষণিক ভাবে ডাম্পিং এর উদ্বোধন করা হয়। বড়দলের কেয়ারগাতি গ্রামে পাউবো’র ৭/২ নং পোল্ডারের বেড়ী বঁাধে ভাঙ্গন দীর্ঘকালের। বেশ কয়েকবার বাঁধ রক্ষায় কাজ করা হলেও টেকসই না হওয়ায় বঁাধের সুরক্ষা সম্ভব হয়নি। প্রায় প্রতি বছরই ভাঙ্গন এলাকার কোন না কোন স্থানে ভয়াবহ আকার ধারণ করে থাকে। খোলপেটুয়া. মরিচ্চাপ ও বেতনা নদীর মোহনা লাগোয়া বাঁধে প্রচুর পানির চাপে বাঁধ উপচে ভিতরে পানি ঢোকার ঘটনাও ঘটেছে।

এলাকাবাসী ও জন প্রতিনিধিদের তাৎক্ষণিক বাঁধ রক্ষার চেষ্টায় সাময়িক ভাবে বাঁধ রক্ষা হলেও পাউবো যথাযথ ভাবে বাঁধ রক্ষায় উদ্যোগ না নেওয়ায় বাঁধটি অরক্ষিতই থেকে যায়। সম্প্রতি বাধের একটি অংশে বড় ধরনের ধ্বস লেগেছে। ফাটল এতটাই শঙ্কাজনক যে, জরুরী ভিত্তিকে সংস্কার কাজ না করা হলে বর্ষ মৌসুমের বৃষ্টির পানির কারনে ও নদীতে জোয়ার বৃদ্ধি পেলে বাঁধটি ভেঙ্গে এলাকা প্লাবিত হতে পারে।

এনিয়ে বিভিন্ন পত্রপত্রিকা ও মিডিয়ায় খবর প্রকাশিত হওয়ায় ও ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানার তৎপরতায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশিকুর রহমান ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শনে আসেন।

এসময় এসডিও সুমন শিকদার, এসও আঃ মতিন ও ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সাথে ছিলেন। বাঁধের অবস্থা দেখে নির্বাহী প্রকৌশলী তাৎক্ষণিক ভাবে বাঁধ রক্ষায় বালির বস্তা ফেলে ডাম্পিং এর কাজ উদ্বোধন করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর বাঁধ পরিদর্শন করেন। তিনি বাঁধের সার্বিক বিষয় নিয়ে খোজ খবর নেন। পাউবোর নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেন। পাুএবা’র এসডি সুমন সিকদার বলেন, আজ সকালে নির্বাহী প্রকৌশলী স্যারসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। আগামীকাল থেকে ঝুঁকিপূর্ণ স্থানে ডাম্পিং এর কাজ পুরোদমে চালান হবে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় কয়েকটা প্যাকেজের কাজ করা হবে বলেন জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button