খুলনা
আশাশুনির বড়দলে মুক্তিযোদ্ধা স্মৃতিফলক পরিদর্শনে ইউএনও ও ওসি
মুক্তিযোদ্ধা স্মৃতিফলক পরিদর্শনে ইউএনও ও ওসি


আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন পরিষদের মুক্তিযোদ্ধা স্মৃতিফলক পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম)।
রোববার (৩০ এপ্রিল) বেলা ১১টায় পরিদর্শন কালে ইউনিয়ন পরিষদের সার্বিক বিষয়ক খোঁজখবর নেওয়া হয়।
এ সময় বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল বাবলুর রহমান, বড়দল ইউপি চেয়ারম্যান জগদিশ চন্দ্র সানা, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, পিআইও মোঃ সোহাগ খান, এসআই আবু হানিফ, গাজী নুর নবী, ইউপি সচিব জয়দেব কুমার মল্লিক, ইউপি সদস্য ফারুক হোসেন আঙ্গুর, জুলফিকার আলী ভুট্টো সহ সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।