খুলনা
আশাশুনির বুধহাটায় বিনাধান ১৭ আমন প্রদর্শণী পরিদর্শন
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম।


বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে বিনাদান ১৭ আমন প্রদর্শণী পরিদর্শন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় বিনার কর্মকর্তাবৃন্দ প্রদর্শণী পরিদর্শন কালে বুধহাটা ব্লকের বুধহাটা ও নওয়াপাড়া গ্রামে বিনাধান ১৭ আমন প্রদর্শণী ক্ষেতে চাষীদে ধানের বর্তমান অবস্থা ও চাষাবাদের ক্ষেত্রে চাষীদের আগ্রহ, সফলতা ও চাষীদের অভিমত সরেজমিন জানতে প্রদর্শণী পরিদর্শন করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম।
এসময় উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ বিল্লাল হোসেন খান, উপ সহকারী কৃষি অফিসার সুকদেব কুমার সাধু সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে বীজ সংরক্ষণের জন্য চাষিদের রগিং করার পরামর্শ প্রদান করা হয়। এছাড়া একজন অগ্রগামী চাষিকে একটি সিডলেচ লেবুর চারা উপহার প্রদান করা হয়।