খুলনা

আশাশুনি উপজেল চেয়ারম্যানের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ

উপজেল চেয়ারম্যানের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো:
আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহসম্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে এ সৌজন্য সাক্ষাৎ করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম নবাগত ওসির সুস্থতা কামনা করেন। থানার আইন শৃংখলা রক্ষা, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন, নানা ভাবে অপরাধকারীদের হাতে সমস্যা জর্জরিত মানুষের পাশে থেকে শান্তি শৃংখলা অটুট রাখার আহবান জানান।

তিনি বলেন, আমার কোন চাহিদা নেই, আমার একটাই চাওয়া পাওয়া সেটা হলো, উপজেলার সকল ক্ষেত্রে আইন শৃংখলা অটুট থাক সে ব্যবস্থা গ্রহনে কোন রকম ত্রুটি যেন না করা হয়। সকল মানুষ পুলিশের কাছে আইনগত সহযোগিতা কামনা করে থাকে। দুরভিসন্ধী নিয়ে যারা সমাজে স্বার্থান্বষণে কাজ করে থাকে তাদের থেকে মানুষ নিরাপদ থাক সেজন্য তিনি নবাগত ওসি’র সুচিন্তিত ও ন্যায় সংগত ব্যবহার কামনা করেন।

নবাগত ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনের মাধ্যমে থানা এলাকাকে শান্তিপূর্ণ রাখতে সাধ্যমত চেষ্টা করবেন বলে আন্তরিকতার সাথে আশা ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button