সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৭ পূর্বাহ্ন

ইরানে ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তি, ৪ জনের মৃত্যুদণ্ড

Reporter Name / ৫৩ Time View
Update Time : সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৭ পূর্বাহ্ন

ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত চারজনকে প্রাথমিকভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের বিচার বিভাগের জনসংযোগ অফিস বুধবার এ তথ্য জানিয়েছে।

এই রায় ইরানের ওরুমিয়েহ বিপ্লবী আদালত কর্তৃক ঘোষণা করা হয়।

এদিন বিচার বিভাগের জনসংযোগ অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, এই চারজনের মধ্যে তিনজনকে একটি মামলায় এবং অন্য একজনকে আলাদা একটি মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে।

এদের বিরুদ্ধে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সহযোগিতা এবং ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, অভিযুক্তদের মধ্যে তিনজন ইরানের বিখ্যাত বিজ্ঞানী শহিদ মোহসেন ফখরিজাদেহ হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জামাদি দেশে প্রবেশ করানোর কাজে যুক্ত ছিল। তারা ইসরাইলের মোসাদ নেটওয়ার্ককে এই কার্যক্রম পরিচালনায় সহায়তা করে।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *