বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন
চরমোনাই পির ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ইসলামি আইন বাস্তবায়ন ছাড়া দেশে কেউ শান্তি দিতে পারবে না। বুধবার বাউফল পাবলিক মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বিজয় রক্ষা, দেশবিরোধী সব ষড়যন্ত্র, দুর্নীতি, সন্ত্রাস, সব বৈষম্যের মোকাবেলা ও ভোটাধিকার রক্ষার্থে এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিসহ নয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালীর বাউফল উপজেলা শাখা ও সব সহযোগী সংগঠনের উদ্যোগে ওই বিশাল গণসমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশের প্রধান অতিথি ছিলেন চরমোনাই পির ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাও. মুহা. সিরাজুল ইসলাম, মুফতি মো. হাবিবুর রহমান, হাওলাদার মো. সেলিম, কাজী গোলাম সরোয়ার প্রমুখ।
প্রধান অতিথি মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরশাসকের হাত থেকে দেশ রক্ষা পেয়েছে।