উখিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে পাহাড় খেকোদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে হাজার হাজার জনসাধারণ রাস্তায় নেমে মানববন্ধন করেছে।এই মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শান্তিপ্রিয় পালংখালী ইউনিয়নের জনসাধারণ।সোমবার দুপুর ১টায় থাইংখালীর উখিয়া-টেকনাফ শহিদ এটিএম জাফর আলম সড়কে প্রায় ঘন্টাব্যাপী এই সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্য দেন আবুল আলা, ব্যবসায়ী আজিম উদ্দিন ও জসিম উদ্দিন।এসময় বক্তরা বলেন,গেল দুইবার প্রত্যক্ষ ভোটে উখিয়ার পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী নির্বাচিত হয়েছেন ।কারো কাছ থেকে এক টাকা ঘুষ খায়নি।প্রতিপক্ষ বালু সন্ত্রাসীরা একেক পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে।চেয়ারম্যানের জনপ্রিয়তায় কাল হয়ে গেছে।অসংখ্য নারী-পুরুষ রাস্তায় নেমে আসেন।এরপর পালংখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় চেয়ারম্যান এম গফুর উদ্দিন বলেন,মামলার বাদী সিরাজুল মোস্তফাকে আগে কোনদিন দেখেনি।এ ইউনিয়নে উনার কোন ব্যবসা -বানিজ্য নেই।উনি প্রভাবশালীর ছত্রছায়ায় এ মামলা নথিভুক্ত করেন।তিনি আরো বলেন,উখিয়ার পালংখালী ইউনিয়নের দুইটি ইজারাকৃত খাল রয়েছে।বালু খেকোরা এখান থেকে বালু উত্তোলন করে না।উল্টো ড্রেজার মেশিন বসিয়ে পাহাড় ধ্বংস করছে।