উত্তরা চার থানা সম্মিলিত উদ্যোগে কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


নার্গিস আক্তার স্মৃতিঃ রাজধানীর উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, বিমানবন্দর ও খিলক্ষেত থানার যৌথ উদ্যোগে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, উক্ত সম্মেলনের মধ্য দিয়ে পূর্ব কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ হাবিব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর কৃষকলীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী, অনুষ্ঠানে বিনা প্রতিদ্বন্দ্বীতায় তিনটি থানায় সভাপতি সেক্রেটারি নির্বাচিত হয় এবং একটি থানার প্রতিদ্বন্দ্বী বেশি হওয়ায় কমিটি স্থগিত করা হয়েছে। উওরা পূর্ব থানা কৃষক লীগের সভাপতি জামাল হোসেন লাবু, সাধারণ সম্পাদক রাসেল, মন্ডল, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ গোলাম হোসেন ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিম উদ্দিন।