উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বের বিকল্প নেই…..এমপি নাসির উদ্দিন
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বের বিকল্প নেই.....এমপি নাসির উদ্দিন


নিজস্ব প্রতিবেদকঃ
যশোর -২ (চৌগাছা-ঝিকরগাছা) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেযর জেনারেল (অবঃ অধ্যাপক ডাঃ নাসির উদ্দীন বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বধীন আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই।
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বে রোল মডেল। তিনি এদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড় করিছে। এদেশকে আরো এগিয়ে নিয়ে যেতে তিনি নিরালয় ভাবে কাজ করে যাচ্ছে। এদেশ যখন বঙ্গবন্ধু কণ্যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে ঠিক তখন একাত্তরের পরাজিত শক্তি মাথা চাঁড়া দিয়েছে। তারা দেশের উন্নয়ন ব্যাহত করতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু তাদের সেই সপ্ন সপ্নই থেকে যাবে। এদেশের জনগণ নৌকা প্রতিকে ভোট দিয়ে আবারো জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। বঙ্গবন্ধু কণ্যার নেতৃত্বে দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। রোববার বিকালে ঝিকরগাছার বাঁকড়া – বাগআঁচড়া সড়ক ও বেত্রবতী নদীতে নির্মিত সেতু উদ্ভোদন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য তিনি একথা বলেন। শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ গোবিন্দ চন্দ্র চ্যাটার্জীর সভাপতিত্বে এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান রশিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হাবিব জগলু, নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান, হাজিরবাগ ইউনিয়ন পরিষদের আতাউল রহমান মিন্টু, নাভরণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বুলি, নাভরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজান আলী, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার আনিসুল রহমান, সাবেক চেয়ারম্যান নিছার আলী, শংকরপুর ইউনিয়ন বঙ্গবন্ধু স্মৃতি সংসদের আহ্বায়ক কামরুল হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহান আলী, সাংগঠনিক সম্পাদক রহিম পশারী, আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান, অজিয়ার মেম্বর, ছিদ্দিক মেম্বর, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুব হাসান বরি, ইউনিয়ন যুবলীগের যুগ্নআহব্বাহক কাজল ইসলাম, জাহিদ হাসান পলাশ, যুবলীগ নেতা আসাদুল ইসলাম মেম্বর ও উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবীব শিপলুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডি ঝিকরগাছার তত্বাবধানে ৩ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ২১১ টাকা ব্যায়ে নির্মিত হয়েছে এই সেতুটি। যার দৈর্ঘ্য ৩৯.০৬ মিটার।