জাতীয়দেশজুড়ে

এই দিনে হানাদারমুক্ত ফেনী

বিবিএস নিউজ ডেস্ক: আজ ৬ ডিসেম্বর ফেনী মুক্ত দিবস। স্বাধীনতা যুদ্ধের পুরো সময়জুড়ে ফেনী জেলা ছিল পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার-আলবদরদের হত্যা, লুট, অগ্নিসংযোগ ও ধর্ষণের ঘটনায় ক্ষত-বিক্ষত। ১৯৭১ সালের ঠিক এইদিনে বীর মুক্তিযোদ্ধারা সর্বাত্মক আক্রমণ চালিয়ে হানাদার বাহিনীকে পরাজিত করে ফেনীর মাটিতে স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে উল্লাসে মেতে উঠেছিলেন।

ফাইল ফটো

ফেনী অঞ্চলের মুক্তিযোদ্ধাদের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) জাফর ইমাম বীর বিক্রমের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ভারতের বিলোনীয়া এবং তৎসংলগ্ন অঞ্চল থেকে ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হয়ে অভিযান চালান। মুক্তিবাহিনী বিলোনিয়া, পরশুরাম, মুন্সিরহাট, ফুলগাজী হয়ে জীবনবাজী রেখে যুদ্ধ করতে করতে এগোতে থাকেন। সে সময় পাক হানাদার বাহিনী দিশেহারা হয়ে পিছু হটতে থাকে। একপর্যায় পাক হানাদারদের একটি অংশ নোয়াখালীর হয়ে কুমিল্লা সেনানিবাসের রাস্তায় এবং অপর অংশ শুভপুর ব্রিজের উপর দিয়ে চট্টগ্রামের দিকে পালিয়ে যায়।

পাক হানাদাররা ৫ ডিসেম্বর রাতে কুমিল্লার দিকে পালিয়ে গেলে ৬ ডিসেম্বর ভোরে ফেনী হানাদারমুক্ত ঘোষণা করা হয়। তখন সর্বস্তরের মানুষ লাল-সবুজের বিজয় নিশান নিয়ে ফেনী শহর ও গ্রামগঞ্জে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। এর মধ্য দিয়ে জেলাবাসী পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার-আল বদরদের হত্যা, লুট, আর নির্যাতনের হাত থেকে রক্ষা পায়।

সে সময় থেকে ফেনীর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে প্রতি বছর এই দিনটি উদযাপন করে আসছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button