ওয়াগনারের সদর দফতরে হামলা ইউক্রেনের, বহু হতাহতের শঙ্কা


বিবিএস আন্তর্জাতিক ডেস্ক: কাদিভকা শহরের এই ভবনে হামলা চালিয়েছে ইউক্রেনীয় দ্ধারাকাদিভকা শহরের এই ভবনে হামলা চালিয়েছে ইউক্রেনীয় যোদ্ধারা পূর্ব ইউক্রেনের লুহানস্কের নির্বাসিত গভর্নর সেরহি হাইদাই দাবি করেছেন, রাশিয়ার ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের একটি সদর দফতরে হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে তারা। তবে হামলার সময় ওই ভবনে ওয়াগনারের সদস্যরা ছিল নাকি তা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যম বিবিসি।
রাশিয়ার ভাড়াটে সেনাদের গোষ্ঠীটির নাম ওয়াগনার গ্রুপ। ওয়াগনার গ্রুপকে প্রথম চিহ্ণিত করা হয়েছিল ২০১৪ সালে ইউক্রেনে। সেখানে তারা পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দিচ্ছিল। তবে এর বাইরে সিরিয়া, মোজাম্বিক, সুদান ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকেও তারা বিভিন্ন তৎপরতায় জড়িত। পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি ক্রেমলিনের হয়ে কাজ করছে এই ভাড়াটে গোষ্ঠীটির যোদ্ধারা।
রবিবার (১১ ডিসেম্বর) হামলার বিষয়ে সাবেক গভর্নর হাইদাই জানান, রাশিয়ার ‘উল্লেখযোগ্য ক্ষতি’ হয়েছে। আহতদের চিকিৎসার অভাবে মারা যাবে ৫০ শতাংশ।
যেখানে হামলা হয়েছে সেটি পূর্ব ইউক্রেনে ওয়াগনারের সদর দফতর। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিয়েভের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। কতজন নিহত হয়েছে তা নিশ্চিত করেননি হাইদাই।
এদিকে চলতি সপ্তাহে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে দুই দেশের যোদ্ধাদের জোরালো লড়াই চলছে। এর মধ্যে রবিবার ইউক্রেনের ওডেসা এবং দখলকৃত শহর মেলিটোপোলের একাধিক স্থানকে টার্গেট করে বোমাবর্ষণ করেছে রাশিয়া। রুশ বাহিনীর স্থানেও পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেন।