চট্টগ্রাম

কক্সবাজারে চার স্তরের নিরাপত্তা

বিবিএস নিউজ ডেস্ক: সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীসর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকাল সাড়ে ১০টার পর কক্সবাজার পৌঁছাবেন। এজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার সকাল থেকে অনুষ্ঠানস্থল মেরিন ড্রাইভের ইনানী এবং শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের জনসভা ঘিরে বিপুলসংখ্যক পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান দেখা গেছে। সকাল ৯টা পর্যন্ত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের জনসভাস্থলে যেতে দেখা গেছে।

কক্সবাজার শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে ট্রাফিক পুলিশকে। সভাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে হাসপাতাল মোড়, প্রধান সড়কের পালের দোকানের পশ্চিমে কোনও প্রকার যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বন্ধ রাখা হয়েছে মেরিন ড্রাইভের সাধারণ যান চলাচল।

আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, সকাল ১০টার পর থেকে সভাস্থলে জনস্রোত দেখা যাবে।

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি অনুষ্ঠানস্থলে জেলা পুলিশ চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে। পুলিশের সদস্যরা পোশাকে ও সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন। সাজানো হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। সঙ্গে রয়েছে কঠোর গোয়েন্দা নজরদারি। এই দুটি অনুষ্ঠানস্থল ঘিরে চার হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, বুধবার সকাল ১০টার পর পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার পৌঁছাবেন। তিনি সরাসরি আন্তর্জাতিক নৌমহড়ার উদ্বোধন করতে ইনানীতে বঙ্গোপসাগরের মোহনায় যাবেন। ওখানে কর্মসূচি শেষে দুপুর ২টার পর আসবেন কক্সবাজার সমুদ্রসৈকতের নিকটবর্তী লাবণি পয়েন্টের শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের জনসভা মঞ্চে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button