কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে মহেশখালী ৮নং ওয়ার্ডে শহীদুল ইসলাম মুন্না সদস্য পদে নির্বাচিত


ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: এক যোগে দেশের ৫৭ জেলা পরিষদের সাথে কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত উপজেলা পরিষদের অডিটোয়ামে উৎসব মূখর পরিবেশে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এবার জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থীরা নির্দলীয় ভাবে নির্বাচনে অংশ নেন। মহেশখালী ৮নং ওয়ার্ডে মোট ১১৭ ভোটরের মধ্যে ১১৭ জন ভোটারিধিকার প্রয়োগ করেছে। এই নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহেশখালী উপজেলায় হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধে ৪৬ ভোট পেয়ে সদস্য পদে (হাতি) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন কক্সবাজার জেলা জাতীয় পার্টির নেতা শহীদুল ইসলাম মুন্না। তার নিকটতম প্রতিদ্বন্দী (টিউবওয়েল) প্রতীক নিয়ে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান ৪৫ ভোট পেয়েছেন। মহিলা সংরক্ষিত আসনে হুমায়রা বেগম ৯৪ (হরিণ) ভোট পেয়েছেন।
জেলা পরিষদ নির্বাচনে শহীনুল হক মার্শাল চেয়ারম্যান প্রার্থী (স্বতন্ত্র) হিসেবে (আনারস) প্রতিক নিয়ে ৫৭৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগ মনোনিত মোস্তাক আহমদ মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯৫ ভোট।
নিজের মনপছন্দ মার্কা নিয়ে প্রার্থীরা নির্বাচন করেন। নির্বাচনকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ করতে সর্বদা সতর্ক অবস্থানে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনী।