রাজশাহী

কানসাটে ছাগল চুরি করে সিসি ফুঁটেছে ধরা পড়লো শুভ ও সম্রাট নামে দুই ভাই

মহি মিজান,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ-
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন কানসাট ইউনিয়নের মেঘু বাজার এলাকার বাসিন্দা মোঃ হাবিবুর রহমানের দুই ছেলে শুভ(২০) ও সম্রাট(২৪)কানসাট শিকারপুর এলাকায় মোটরসাইকেলে করে ছাগল চুরি করে সিসি ফুঁটেছে সনাক্ত হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুর ২ঃ৩০ মিনিটে কানসাট শিকারপুর গ্রামের বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম (রফিক মাষ্টারের) গৃহপালিত ছাগলটি ধরে মোটরসাইকেলে নিয়ে পালিয়ে যায় সম্রাট ও শুভ, কানসাট নতুন ব্রিজ এলাকায় একটি সিসি ফুঁটেছে দেখা যায় একজন মোটরসাইকেল চালাচ্ছে আর অপরজন ছাগলটি ধরে আছে,সিসি ফুঁটেজ সংগ্রহ করে ফেইসবুকে বিভিন্ন জনের আইডিতে শেয়ার করলে, অনেকে তাদের পরিচয় কমেন্টের মাধ্যমে জানাতে থাকে ।

বিভিন্ন সূত্র ধরে কানসাট মেঘু বাজার এলাকা থেকে শুভকে পাওয়া যায়,তবে সম্রাট পালাতক রয়েছে।

শুভ শিকার উক্তি মূলক জবানবন্দিতে তাদের অপরাধের কথা শিকার করে, যা ফেইসবুকে এখন ভাইরাল।
ছাগলটি চুরি করে তারা দুই ভাই বসন্তপুর এলাকায় রাখে,গতকাল রাতে শুভ ও সম্রাটের পরিবারের সদস্যরা ছাগলটি উদ্ধার করে ছাগলের মালিক মোঃ রফিকুল ইসলামকে বুঝিয়ে দেয়, তবে এই চুরির সাথে জড়িত সম্রাট পালাতক থাকায় গতকাল রাতে তাদের বিচার করা সম্ভব হয় নি।

কানসাট ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ সেফাউল মূলক ঘটনা স্থলে উপস্থিত হয়ে বলেন এই ঘটনার সাথে জড়িত সম্রাটকে উপস্থিত করে সঠিক বিচার করা হবে কানসাট ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে।

গ্রামবাসী তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য অনুরোধ জানান,তারা আরও বলেন মাদক এই সমাজ কে শেষ করে দিচ্ছে এই ছেলে গুলো মাদকের সঙ্গে জড়িয়ে অনেক অপরাধের সাথে জড়িত হচ্ছে, আমাদের এলাকা থেকে মাদক, ছিনতাই, চুরি ও ডাকাতদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা হলে অপরাধ করার সাহস পাবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button