কানসাট ক্লাব পরিষদ নির্বাচনে ৩৮ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করলে


মহি মিজান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী কানসাট ক্লাবে আগামী ৭ই ডিসেম্বর ২০২২ইং ১৫ বছর পর পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।এর আগে ২০০৭ সালে নির্বাচন হওয়ার কথা থাকলেও সব কিছু চুড়ান্ত হওয়ার পরও ভোট গ্রহণের দিন আদালতে নির্দেশে ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়,এর পর আর কোন নির্বাচন সংঘটিত হয় নি।
এই নির্বাচনে প্রার্থী হিসেবে নির্ধারিত সময় আজ দুপুর ১২ টা পর্যন্ত মনোনয়ন ফরম উত্তোলন করেছে ৩৮ জন প্রার্থী।
কানসাট ক্লাব পরিচালনা পরিষদ নির্বাচনে-সভাপতি পদে ৩ জন,সাধারণ সম্পাদক পদে ২ জন,সহ সাধারণ সম্পাদক পদে ২ জন,ক্রীড়া সম্পাদক পদে ৫ জন,সহ ক্রীড়া সম্পাদক পদে ৩ জন,পাঠাগার সম্পাদক পদে ৬ জন,সহ পাঠাগার সম্পাদক পদে ৩ জন,সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জন,সহ সাংস্কৃতিক পদে ২ জন ও সদস্য পদে ৯ জন।
আগামী ৮ ও ৯ নভেম্বর ২০২২ইং, মনোনয়ন পত্র দাখিল,১০ নভেম্বর মনোনয়ন পত্র বাছাই, ১২ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার,১৫ নভেম্বর চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ, ১৬ নভেম্বর প্রতীক বরাদ্দ ও আগামী ০৭ ই ডিসেম্বর ২০২২ইং ভোট গ্রহণ।