কানসাট সোলেমান ডিগ্রি কলেজে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত


মহি মিজান,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ-
চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার সুনামধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কানসাট সোলেমান ডিগ্রী কলেজে ২০২২ইং সালের এইচ,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ২রা নভেম্বর সকাল ১০ঃ০০ ঘটিকার সময় অত্র কলেজ ক্যাম্পাসে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কানসাট সোলেমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি ও অত্র কলেজে সাবেক অধ্যক্ষ মোঃ সফিকুল আলম।
এ সময় শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মোঃ মিজানুর রশিদ,মোঃ সিকিম আলী,ও মোঃ আলমগীর হোসেন এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে মোঃ তানভীর আহমেদ,মোসাঃ প্রীতি আক্তার ও আবু দাউদ আনসারী প্রমুখ।
কানসাট সোলেমান ডিগ্রী কলেজে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৯২ জন শিক্ষার্থী।
করোনা কালীন সময়ে অনলাইনের মাধ্যমে ক্লাস করে শিক্ষার্থীরা এই বছর পরীক্ষায় অংশ নিচ্ছে, করোনার সময় লেখাপড়ার ঘাটতি দেখা দিলেও শিক্ষা বোর্ড থেকে অনলাইন ক্লাস ব্যবস্হা থাকায় শিক্ষার্থীরা তাদের পড়াশোনার ঘাটতি মোকাবিলা করেছে বলে জানিয়েছেন কানসাট সোলেমান ডিগ্রি কলেজের এইচএসসি ২০২২ইং সালের পরীক্ষার্থীরা।
উল্লেখ্য আগামী ৬ই নভেম্বর ২০২২ইং থেকে সারাদেশে একসাথে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা।