মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
কালকিনি (মাদারীপুর)প্রতিনিধি ঃ
মাদারীপুরের কালকিনিতে অবৈধভাবে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর হাচেন আকনের হাটের পার্শ্ববর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে ড্রেজার সংশ্লিষ্ট কাউকে না পাওয়ায় উক্ত আনলোড ড্রেজারের সাথে সংযুক্ত প্রায় ২০টি পাইপ ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম।https://bbsnews24.com
এসময় কালকিনি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম বলেন,অবৈধ বালু উত্তোলনকারী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে এধরনের অভিযোগ চলবে।