বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন
সাহাদাত ওয়াশিম, কালকিনি প্রতিনিধি ঃ
“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই”এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে,তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালয় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৬ জানুয়ারী সকাল ১০ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়াম ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের সভাপতিত্বে কর্মশালয়টি অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মাহবুবা ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ লিমন হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান।
এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী বৃন্দ।
কর্মশালায় বক্তারা বলেন, একটি নতুন সোনার বাংলা গড়ার লক্ষ্যে তরুনদের কাঁধে দ্বায়িত্ব নিতে হবে। তরুনরাই পারে দূর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত একটি বাংলাদেশ গড়তে।