কালকিনিতে নানা আয়োজনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


রায়হান আহমেদ, কালকিনি(মাদারীপুর)প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে মাদারীপুরের কালকিনিতে একুশে টিভির বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। ২৩ বছর শেষ করে ২৪ বছরে পদার্পণ উপলক্ষ্যে শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় কালকিনি প্রেসক্লাবে এক আলোচনা সভা,কেক কাটা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কালকিনি প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আসাদুজ্জামান দুলালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কালকিনি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও একুশে টেলিভিশনের প্রতিনিধি রকিবুজ্জামান ।
এরপর একুশে টিভির সাহসী পথচলা ও নিরপেক্ষতা বজায় রাখায় কর্তৃপক্ষকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম,কালকিনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ এর প্রতিনিধি আশরাফুর রহমান হাকিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান,রফিকুল ইসলাম মিন্টু,প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন ওয়াশিম,দপ্তর সম্পাদক জাহিদ হোসেন, প্রচার সম্পাদক রমিজ হাসান, কোষাধ্যক্ষ রায়হান হোসেন, কার্যকরী সদস্য রাজীব হোসেন, গ্লোবাল টিভির প্রতিনিধি তরিকুল ইসলাম সুজন,সদস্য রোমান বেপারী, আক্তারুজ্জামান, সবুজ খান, তোফায়েল আহমেদ, আলমাছ বেপারী সহ অন্যান্যরা।
সবশেষে কেক কাটার পরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।