মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে অভিযোগ চালিয়ে ১২টি হাত বোমা উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি মুহাম্মদ হুমায়ুন কবির।
পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার পৌর এলাকার ২নং ওয়ার্ড এলাকার দক্ষিণ ঠেঙ্গামারায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিয়মিত বোমাবাজি হয়ে আসছিল। এলাকায় শান্তি – শৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে মো. শাহিদদুল হাওলাদারের পরিত্যক্ত ঘর থেকে ১২টি হাত বোমা উদ্ধার করা হয়েছে।https://bbsnews24.com
কালকিনি থানার ওসি মুহাম্মদ হুমায়ুন কবীর জানান, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে পৌরসভার ঠেঙ্গামারায় এলাকায় শাহিদুল হাওলাদারের পরিত্যক্ত ঘর থেকে এই হাত বোমাগুলো উদ্ধার করা হয়। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।