মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
সাহাদাত ওয়াশিম, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি ঃ
মাদারীপুরের কালকিনিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ড্রেস বিতরন করা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলার আলিনগর ইউনিয়নের টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উক্ত কর্মসূচীর অনুষ্ঠিত হয়।https://bbsnews24.com
এর আগে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস একই রকম করার লক্ষ হাতে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ। তারই আলোকে প্রথম পর্যায়ে ৩ শত শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ড্রেস বিতরন করার কর্মসূচী নেয়া হয়। এতে প্রথম দিনে ১২৮ নং টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ড্রেস বিতরন করা হয়। উক্ত কর্মসূচীর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ ইয়াসমিন আক্তার।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ শাহআলম টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা জান্নাত সাথীসহ স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।