মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি ঃ
মাদারীপুরের কালকিনিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে মা’সহ একই পরিবারের দুই ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে কালকিনি পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের বদরদী এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত ব্যক্তিদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।https://bbsnews24.com
আহতরা হলেন বদরদী এলাকার বাসিন্দা নোয়াব আলী হাওলাদারের স্ত্রী মাহিনুর বেগম (৫০),বড় ছেলে মন্নান হাওলাদার(২২) ছোট ছেলে বেলায়েত হাওলাদার(১৮)। আহত মাহিনুর বেগম জানান, আমার টিউবয়েলের পানি পাশের বাড়িতে গিয়ে তাদের ক্ষতি করছে বলে আমার কাছে অভিযোগ করেন। আমরা দু-এক দিনের মধ্যে পানি যাতে না য়ায় এর ব্যাবস্থা নিব বলে জানাই। কিন্তু ইউনুচ হাওলাদারের বড় ছেলে সুজন হাওলাদার ও ছোট ছেলে বেল্লাল হাওলাদার বলে এখনি সরিয়ে নিতে হবে। এ সময় আমার স্বামী নোয়াবালী হাওরাদার বলেন দুইদিন তো সময় লাগবে, এ কথা শেনার সাথে সাথে সুজন হাওলাদার ও ছোট ছেলে বেল্লাল হাওলাদার বলে এখনই সরিয়ে দিবি তা না হলে তোর হাত কেটে নিব বলে আমার স্বামীর উপর হাত তোলে আমি ছাড়াতে গেলে আমার মাথায় আঘাত করে। এবং আমাদের পিঠিয়ে তারা তাদের বাসায় চলে যায়। আহত মন্নান হাওলাদার জানান, বাড়ির পাশে আমাদের জমিতে কৃষি কাজ করতে ছিলাম এ সময় শুনতে পাই আমার বাবা ও মাকে সুজন হাওলাদার ও বেল্লাল হাওলাদার পিটিয়েছে। আমরা বাবা মাকে সুমন হাওলাদার ও বেল্লাল হাওলাদার ক্যান পিটালো বাড়ি এসে জানতে চাইতে গেলে সুজন হাওলাদার ও বেল্লাল হাওলাদার আমাদের দেশি অস্ত্র দিয়ে মাথায় ও শরীরে কুপিয়েে আমাকে ও আমার ছোট ভাই বেলায়েতকে যখম করে। আমরা এখন কালকিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছি আহতদের অভিভাবক নোয়াব অলী হাওলাদার জানান, এ ঘটনায় কালকিনি থানায় অভিযোগ দিব।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সুজন হাওলাদার ও বেল্লাল হাওলাদারকে না পাওয়া গেলেও সুমন হাওলাদারের স্ত্রী মুন্নি বেগম জানান, তাঁরাই আমাদের ওপর আগে হামলা করেছেন। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।