মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি ঃ
স্বাধীনতার পর থেকে দেশে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। ১৯৭১ সালের এ দিন দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। তাই এই দিনে সারাদেশের মতো মাদারীপুরের কালকিনিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।https://bbsnews24.com
১৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক লাল পোল (ব্রীজে)মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচীর মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন উপজেলা প্রশাসন ও স্থানীয় মুক্তিযোদ্ধারা।
এসময়ে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, কালকিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধ ফজলুল হক বেপারী, বিএনপি নেতা মিজানুর রহমান বেপারী, বীর মুক্তিযোদ্ধা শাহদাৎ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমানসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা।