মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:২২ অপরাহ্ন
কালকিনি প্রতিনিধিঃ
“সবাই মিলে শপথ করি প্লাস্টিক দূষণ বন্ধ করি “শ্লোগানে মাদারীপুরের কালকিনিতে রোভার স্কাউট ও সামাজিক সংগঠনের উদ্যোগে পরিস্কার পরিছন্নতা কর্মসূচীর আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ২ জানুয়ারি সকাল ১১ টায় উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মস্তফা কামাল ছাত্র প্রতিনিধি নাজিম উদ্দিন ও নাইমুল হাসান নাহিদ, সিনিয়র রোভারমেট রাইছান ফকির পাভেলসহ স্কাউটের সদস্যরা।
কর্মসূচীর শুরুতে উপজেলা পরিষদের বিভিন্ন স্থানসহ সড়কগুলোর ময়লা আবর্জনা পরিস্কার করা হয়।
এসময় ছাত্র প্রতিনিধি মোঃ নাজিম উদ্দিন বলেন, সচেতন নাগরিক গড়ার লক্ষ্যে পরিস্কার পরিছন্নতা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে এধরণের কর্মসূচীর চলমান থাকবে।