চট্টগ্রাম

কালকিনিতে ২ শতাংশ জমি ক্রয় করে ৭ শতাংশ জমি ভোগ দখলের অভিযোগ

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ ভুক্তভোগী পরিবার ও সরোজমিন সূত্রে জানা যায়, প্রায় ২২ বছর আগে এসলাম সিকদার এর কাছ থেকে অধীর চন্দ্র বিশ্বাস পাংগাশিয়া মৌজার পূর্বের ৭৬ বর্তমান ৯ দাগ হতে মোট ২ শতাংশ জমি ক্রয় করেন। উক্ত জমি অধীর চন্দ্র বিশ্বাস খোকন হাওলাদারের কাছে বিক্রিয় করলে তিনি ২ শতাংশ জমি সহ আরো ৫ শতাংশ জমি জোর জবস্তি করে মোট ৭ শতাংশ জমির উপরে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ভোগ দখল করে আসছেন অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
ভুক্তভোগী এসলাম সিকদার বলে আমি দুই শতাংশ জমি বিক্রয় করেছি অধীর চন্দ্র বিশ্বাসের কাছে তিনি সেটি বিক্রয় করেন খোকন হালদারের কাছে যার উপরে বর্তমানে ১৪৪ ধারা জারি চলছে। এবং খোকন হাওলাদারের কাছে দখলকৃত ৫ শতাংশ জমি কালকিনি পৌর মেয়রসহ স্থানীয় সালিশের মাধ্যমে সীমানা নির্ধারণের পরে উক্ত জায়গায় দেয়াল নির্মাণের উদ্দেশ্যে ইট বালু সিমেন্ট জড়ো করলে প্রভাবশালী খোকন হাওলাদার বাধা দেয় এবং থানায় একটি লিখিত অভিযোগও করেন। থানায় অভিযোগের ভিত্তিতে ওসি মোঃ শামীম হোসেনের নেতৃত্বে উভয়পক্ষকে বসিয়ে আগামীকাল সুরাহা করবেন বলে আশ্বস্ত করেন।
ভুক্তভোগী এসলাম শিকদারের ছেলে সুমন সিকদার বলেন শুধু আমাদের জমিই নয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করে ডায়াগনস্টিক সেন্টারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন প্রভাবশালী খোকন হাওলাদার।

অভিযুক্ত খোকন হাওলাদার অস্বীকার করে বলেন দুই দাগ দিয়ে আমাদের ছয় শতাংশ জমি দিয়েছে যা আমরা এওয়াজ বদল এর মাধ্যমে ঐ জায়গা ভোগ করে আসছি।

কালকিনি থানার অফিসার্স ইনচার্জ মোঃ শামীম হোসেন জানান অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই এবং উভয় পক্ষকেই থানায় ডেকে এনে পরিবেশ শান্ত রাখি। এবং দু এক দিনের মধ্যে উভয় পক্ষকে নিয়ে বসবো যদি সমাধান না হয় তাহলে বিজ্ঞ আদালত সে রায় দেবে সেটাই চুড়ান্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button