বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
সাহাদাত ওয়াশিম, কালকিনি প্রতিনিধিঃ
উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের একই রংয়ের ড্রসের আওতায় আনার লক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে উপজেলার ৪৯০ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরন করা হয়েছে।
বুধবার ১ জানুয়ারী সকালে উপজেলার ১৭৯ নং ঝুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত ড্রেস বিতরণ করা হয়।
সকালে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মো: বদিউজ্জামানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ড্রেস বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।
এসময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, প্রাথমিক সরকারি শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র মল্লিক স্কুলের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের শিশু শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। উপজেলার সকল প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে একই রংয়ের স্কুল ড্রেস পরে বিদ্যালয়ে আসতে পারে সেজন্য আমরা বছরের প্রথম দিনে ৪৯০ শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ড্রেস বিতরন করেছি। পর্যায়ক্রমে বাকি স্কুলগুলোতেও নতুন ড্রেস বিতরন করা হবে।