কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন জহির আহাম্মদ(সও:)


নুর মোহাম্মদ সিকদার :
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে আজ শেষ হল কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ (রেজি নং-২৫১০) নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করেছেন সভাপতি পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষানুরাগী তরুন ব্যবসায়ী জহির আহাম্মদ (সও:)।
বুধবার (০২ নভেম্বর) দুপুরে উখিয়া উপজেলা সমবায় অফিসে আসন্ন কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচনের নির্বাচনী কর্মকর্তা ছোটন কুমার চৌধুরী’র হাতে এ মনোনয়ন পত্র দাখিল করেন বিশিষ্ট ব্যবসায়ী অত্র সমিতির সাবেক সফল সাধারণ সম্পাদক বর্তমান সভাপতি পদপ্রার্থী জহির আহাম্মদ (সও:)।
কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদপ্রার্থী জহির আহাম্মদ (সও:) এ প্রতিবেদককে বলেন, কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে আমি সভাপতি পদে মনোনয়ন পত্র দাখিল করেছি। আমি দীর্ঘ বছর ধরে অত্র বাজারে সুনামের সহিত ব্যাবসা পরিচালনা করে আসছি। আমি অত্র সমিতির দুই দুই বার সাধারণ সম্পাদক ছিলাম বিগত দিনেও ব্যবসায়ী ভাইয়েরা বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছে। আসন্ন নির্বাচনেও ব্যবসায়ী ভাইয়েরা পূর্বের ন্যায় বিপুল ভোটে আমাকে সভাপতি নির্বাচিত করবে ইনশাআল্লাহ। বাজার এলাকার প্রতিটা ব্যবসায়ী ভাইদের সাথে আমার সু-সম্পর্ক রয়েছে। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।