কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির মনোনয়ন পত্র দাখিল করেছেন সভাপতি প্রার্থী আহাম্মদউল্লাহ(সও:)


নুর মোহাম্মদ সিকদার :
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করেছেন সভাপতি পদপ্রার্থী বিশিষ্ট তরুন ব্যবসায়ী মোহাম্মদ আহাম্মদ উল্লাহ (সও:)।
বুধবার (০২ নভেম্বর) দুপুরে উখিয়া উপজেলা সমবায় অফিসে কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ নির্বাচনের নির্বাচনী কর্মকর্তা ছোটন কুমার চৌধুরী’র হাতে এ মনোনয়ন পত্র দাখিল করেন বিশিষ্ট তরুন ব্যবসায়ী মোহাম্মদ আহাম্মদ উল্লাহ (সও:)।
কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ আহাম্মদ উল্লাহ এ প্রতিবেদককে বলেন, আসন্ন কুতুপালাং বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে আমি সভাপতি পদে মনোনয়ন পত্র দাখিল করেছি। আমি নির্বাচিত হয়ে বাজার ব্যবসায়ী সমিতির অবহেলীত সুবিধা বঞ্চিত ব্যবসায়ীদের হয়ে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।