জেলার খবর
কুতুপালং বাজার সমিতি’র নির্বাচনে জহির আহমেদ এর ব্যাপক প্রচারণা


এইচ.কে রফিক উদ্দিনঃ
ঘনিয়ে আসছে কুতুপালং বাজার ব্যবস্থাপনা সমবায় সমিতি’র নির্বাচন।চলছে সভাপতি পদপ্রার্থী জহির আহমেদ’র ব্যাপক প্রচারণা।
আগামী ২৬ নভেম্বর (শনিবার)অনুষ্ঠিত হবে এ নির্বাচন।এদিকে সভাপতি প্রার্থী অন্যজন হচ্ছে জানে আলম জানু।তবে লোকমুখে শুনা যাচ্ছে জহির আহমেদ’র জয়জয়কার।
শেষ সময়ে ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন অংশ গ্রহণকারী অন্যান্য প্রার্থী ও তাদের সমর্থকরা।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সলিম উল্লাহ সুষ্ঠু নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেছেন।