রাজনীতি

কুয়াকাটায় জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
গত ২৯ শে এপ্রিল শনিবার কুয়াকাটা পৌর জাতীয় পার্টির উদ্যোগে , জাতীয় পার্টির কুয়াকাটা কার্যালয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ সোহাগ খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া, মহিপুর এবং কুয়াকাটার মাটি ও মানুষের নেতা জনাব এবি মান্নান হাওলাদার।

প্রধান অতিথি প্রথমেই তার বক্তব্যে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,আমাকে বাংলাদেশ জাতীয় পার্টি পটুয়াখালী জেলা শাখার সম্মানিত সদস্য মনোনীত করায় জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনাব জি এম কাদের ( এমপি), জাতীয় পার্টির কো- চেয়ারম্যান জনাব এ বি এম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির মহাসচিব জনাব মজিবুল হক (এমপি) , পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সভাপতি জনাব মোঃ সুলতান আহম্মেদ হাওলাদার এবং পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুর রাজ্জাক হাওলাদারকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।

তিনি আরো বলেন, পল্লী বন্ধু এরশাদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনাব জি এম কাদের ( এমপি) এর হাতকে শক্তিশালী করার জন্য কলাপাড়া, মহিপুর, রাঙ্গাবালী এবং কুয়াকাটার জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি এবং জাতীয় ছাত্রসমাজের সকল নেতাকর্মীসহ অত্র এলাকার সর্বস্তরের জনগণকে নিয়ে শান্তিপূর্ণ সমাজ গঠনে এগিয়ে যেতে চাই।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়াকাটা পৌর জাতীয় পার্টির সাবেক সভাপতি ও পটুয়াখালী জেলা জাতীয় পার্টির নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন হাওলাদার, মহিপুর থানা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ আলী হোসেন খান, কুয়াকাটা পৌর জাতীয় পার্টির আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, কুয়াকাটা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সোবহান মিয়া, মহিপুর থানা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জাফর মুসল্লী , কলাপাড়া উপজেলা যুব সংহতির সভাপতি মোঃ জাকির মুন্সী, মহিপুর থানা ছাত্র সমাজের সভাপতি জয়নাল আবেদীন, মহিপুর থানা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আলতাফ মাহমুদ, মহিপুর যুব সংহতির আহবায়ক সিরাজুল ইসলাম কাসেম, লতাচাপলী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ নুর মোল্লা প্রমূখ। এসময় কলাপাড়া, মহিপুর এবং কুয়াকাটার জাতীয় পার্টি, যুব সংহতি ও জাতীয় ছাত্রসমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button